মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ১০ টাকায় বই

টাঙ্গাইলে ১০ টাকায় বই

স্বদেশ ডেস্ক:

টাঙ্গাইলে ১০ টাকায় বই বিক্রির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন। সোমবার সকালে শহরের নিরালা মোড়ে অবস্থিত শহিদ মিনার চত্বরে শতাধিক শিক্ষার্থী ১০ টাকায় বই কিনতে পেরেছেন।

গত ফেব্রুয়ারি মাস থেকে মাসে একবার ১০ টাকায় বই বিক্রি করছে সংগঠনটি। বই বিক্রির এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে অনলাইন শিক্ষা সামাজিক মাধ্যম ক্যাম্পাস।

শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। রবীন্দ্র, নজরুল, শরৎসহ বিখ্যাত লেখকদের বই মাত্র ১০ টাকায় বিক্রি করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, বিসর্জন, চিত্রা, সোনার তরী, খেয়া, নৌকা ডুবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, বামুনের মেয়ে, দত্তা, বড় দিদি, বিন্দুর ছেলে ও রামের সুমতি; কাজী নজরুলের ছায়ানট, সিন্দু হিন্দোল; জীবনানন্দ দাশের রূপসী বাংলা, আল মাহমুদের প্রেমপত্র পল্লবসহ বিখ্যাত লেখকদের গল্প, উপন্যাস, কবিতার বই ছাড়াও বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইও স্থান পেয়েছে এ আয়োজনে।

১০ টাকায় পছন্দের বই কিনতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থী সানজিদা সিলভী বলেন, ১০০ টাকার বই মাত্র ১০ টাকায় কিনতে পেরেছি। আমাদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।

শিক্ষার্থী মাহতাব হোসাইন মাশফি বলেন, বই কিনে খুব ভালো লাগছে। এত কম দামে ভালো বই পাব চিন্তাও করিনি।

বই বিক্রি আয়োজনের স্বেচ্ছাসেবী রিমা আক্তার রিমি জানান, শিক্ষার্থীদের এত আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। বইয়ের সংখ্যা সীমিত হওয়ায় অনেকেই বই না পেয়ে ফিরে গেছেন।

বই বিক্রির সমন্বয়ক হিশাম খান বলেন, ১০ টাকায় বই বিক্রি গ্রামপর্যায়েও ছড়িয়ে দিতে চাই; যদিও এজন্য পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

১০ টাকায় বই কর্মসূচির উদ্যোক্তা মুঈদ হাসান তড়িৎ জানান, শহরের পাঠাগারে শিক্ষার্থীদের পদচারণা কম। তারা এখন ইন্টারনেটে আসক্ত। শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অনুপ্রেরণা জোগাতে আমাদের এ উদ্যোগ। ১০০-১২০ টাকার বই আমরা নামমাত্র মূল্যে মাত্র ১০ টাকায় বিক্রি করছি। শিক্ষার্থীরা বই পড়ায় আগ্রহী হলেই আমাদের উদ্যোগ সার্থক।

তিনি আরও জানান, অন্তত মাসে একবার আমরা ১০ টাকায় বই বিক্রি করব। এবার শতাধিক বই থাকলেও আগামীতে বইয়ের সংখ্যা বাড়বে। বিত্তবানরা এগিয়ে এলে আরও বড় পরিসরে এ আয়োজন করতে চাই আমরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877