মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

ওমর সানীর সফলতার নেপথ্যে বাপ্পারাজ

ওমর সানীর সফলতার নেপথ্যে বাপ্পারাজ

স্বদেশ ডেস্ক:

চলচ্চিত্র জগতে নিজের সাফল্যের পেছনে অভিনেতা বাপ্পারাজের অবদান রয়েছে বলে স্বীকার করেছেন ওমর সানী। আজ শনিবার নিজের ফেসবুক পেজে এমনটাই জানালেন ঢাকাই সিনেমার এই অভিনেতা।

প্রেমে ব্যর্থ হওয়ার চরিত্রে বাপ্পারাজের অভিনয় অনবদ্য, ব্যর্থ প্রেমিকের চরিত্রের অভিনয় নিয়ে এই সময়েও নেটিজেনরা কথা বলেন, আলোচনা করেন। সেই ‘ব্যর্থ প্রেমিক’ বাপ্পারাজই ওমর সানীর সফলতার নেপথ্য নায়ক- এমন কথা যখন ওমর সানী বলেন, তখন সেটা গুরুত্বপূর্ণ কথাই বটে।

আজ জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের জন্মদিন। শুভেচ্ছা জানাতে গিয়ে এমন সহজ স্বীকারোক্তি দিলেন ‘আখেরি হামলা’ খ্যাত অভিনেতা ওমর সানী।

ওমর সানী বলছেন, ‘বাপ্পারাজ, আমার সাকসেস হওয়ার পেছনে যে কয়জন মানুষের অবদান আছে, তার মধ্যে বেশ অন্যতম এই ভদ্রলোক। ভীষণ দুষ্টু, ভীষণ মার্জিত, অসাধারণ শিল্পী এবং আমার আর মৌসুমীর জীবনে ভালো একজন বন্ধু।’

সানী আরও বলেন, ‘আমি যখন তার সামনে যাই তখন আমার বয়স মনে হয় ২২ বছর- ঠিক না বাপ্পা ভাই?

শুভ জন্মদিন, শুভ জন্মদিন, হারানো প্রেম খুঁজি প্রেমগীতের মাধ্যমে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877