বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

দেশের স্বার্থে ‘সব’ করতে প্রস্তুত ইমরান

দেশের স্বার্থে ‘সব’ করতে প্রস্তুত ইমরান

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের স্বার্থে তিনি তার হত্যাচেষ্টাকারীদের ক্ষমা করতে প্রস্তুত আছেন। সেই সঙ্গে যে কারও সঙ্গে আলোচনা করতেও রাজি তিনি।

ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া ভাষণে সাবেক এই ক্রিকেটার বলেন, পাকিস্তানের অবস্থা বর্তমানে যেখানে এসে দাঁড়িয়েছে, সে ক্ষেত্রে সবার একসঙ্গে কাজ করা উচিত।

খবরে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে লংমার্চ চলাকালে ওয়াজিরাবাদে তার ওপর হামলা হয়। ওই সময় গুলিতে তিনিসহ অন্তত ১৪ নেতাকর্মী আহত এবং এক পিটিআইকর্মী মারা যান।

ওই ঘটনার পর থেকেই বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং এক সেনা কর্মকর্তাকে দায়ী করে আসছেন সাবেক পাক প্রধানমন্ত্রী।

শনিবার সেই প্রসঙ্গ তুলে ইমরান খান বলেন, দেশের স্বার্থে তিনি সবাইকে ক্ষমা করে দিতে চান। সেই সঙ্গে বর্তমান পরিস্থিতি উত্তরণে যে কারও সঙ্গে আলোচনা করতে রাজি আছেন তিনি। যদিও এর আগে তিনি বর্তমান সরকারের সঙ্গে আলোচনায় না বসার কথা জানান ইমরান।

পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পিটিআই যে কঠিন সময় অতিক্রম করছে, সেই পরিস্থিতিতে দলের পাশে থাকায় নেতাকর্মীদের প্রশংসাও করেন পিটিআইপ্রধান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877