স্বদেশ ডেস্ক: বিক্রি হয়ে গেলো নিউইয়র্কের এস্টোয়ার গাউছিয়া মসজিদ। জনমনে এই গুঞ্জন-ই শুনা যাচ্ছে। ২৫-৮৬ ৩১ স্ট্রীট এস্টোরিয়া, নিউইয়র্ক-১১১০২ ঠিকানায় প্রতিষ্ঠিত এই মসজিদটির মালিকানা কমিউনিটির পরিচিত মুখ, বহুল আলোচিত ব্যক্তিত্ব মওলানা জালাল সিদ্দিকী। মসজিদটি প্রতিষ্ঠার পর থেকেই তিনি এর ইমাম ও খতিবেরও দায়িত্ব পালন করছেন বলে মুসল্লিরা জানান। হঠাৎ করেই মসজিদ বিক্রির ঘটনার খবরে কমিউনিটির অনেকেই আকাশ থেকে পড়ছেন! বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। চলছে অনুসন্ধান। বিস্তারিত পরবর্তী রিপোর্টে।