শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

র‌্যাম্পে হঠাৎ নাচতে শুরু করেন দীপিকা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

বিনোদন ডেস্ক:

আবু জানি ও সন্দীপ খোসলা। ভারতীয় নামী দুই নকশাকার।  তাদেরই ফ্যাশন শো চলছিল সেদিন। আর সেখানেই তাদের ডিজাইন করা লেহেঙ্গা পরে র‌্যাম্পে হাঁটছিলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। দর্শক আসনে তখন বচ্চন পরিবারসহ অনেকেই উপস্থিত ছিলেন। র‌্যাম্প চলাকালীন ডিস্কো দিওয়ানা গানটি চলছিল, হঠাৎ সেই গানে নাচতে শুরু করে দেন দীপিকা।

র‌্যাম্পে দীপিকার সঙ্গে নাচ শুরু করে দেন আবু জানি ও সন্দীপ খোসলাও। বলিউড অভিনেত্রীর এমন উপস্থাপনায় দর্শক সারি থেকে বচ্চন পরিবারসহ অনেকেই হাততালি দিয়ে অভিবাদন জানান দীপিকাকে। ওইদিন র‌্যাম্পে রয়্যাল আইভরি রঙের লেহেঙ্গায় যেন মোহময়ী ছিলেন তিনি। র‌্যাম্প চলাকালীন হঠাৎই মিউজিক বেজে ওঠায় দীপিকা স্থির থাকতে পারেননি বলে জানান অনেকেই।

ফ্যাশন মডেল থেকে রুপালি পর্দায় জায়গা করে নেওয়া এই সেলিব্রেটি ডজন খানেকেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ২০০৬ সাল থেকে শুরু করে ক্যারিয়ারের ১৯ বছরে খারাপ সময় গেছে খুব কমই। বর্তমানে ‘ছপাক’ ছবিতে কাজ করছেন তিনি। খুব শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি। পাশাপাশি ‘৮৩’ ছবিতেও রণবীর সিং অর্থাৎ ‘কপিল দেব’এর স্ত্রী রোমি দেব ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ