স্বদেশ ডেস্ক:
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলা ও বিশ্ববাজারের সঙ্গে যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা, কারিগরি শিক্ষা ও নেতৃত্বের দক্ষতা অর্জন করা খুবই জরুরি। বিশ্বায়নের চাহিদার আলোকে নিজেদেরকে আরও দক্ষ করতে হবে।
আজ বুধবার আয়াত এডুকেশন ও কানাডার সেনেকা কলেজের যৌথ উদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ‘বিশ্ববাজারে একবিংশ শতাব্দির দক্ষতা’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে আয়াত এডুকেশন ও সেনেকা কলেজের মধ্যে কানাডাতে পেশাগত দক্ষতামূলক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা প্রদানে একটি সমঝোতা চুক্তি সই হয়। আয়াত এডুকেশনের পক্ষে এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুসরাত আমান ও সেনেকার পক্ষে কলেজটির প্রেডিডেন্ট ডেভিড এগ্নিও।
এ সময় আয়াত এডুকেশন ও সেনেকার ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের কাউন্সিলর ও সিনিয়র ট্রেড কমিশনার এঞ্জেলা ডার্ক, আয়াত এডুকেশনের চেয়ারম্যান তাহসিন আমান, সিওও ইমরান চৌধুরী, আয়াত কলেজ অব নার্সিং অ্যান্ড হেল্থ সায়েন্সেস’র অধ্যক্ষ হালিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সেনেকা কলেজের প্রেডিডেন্ট ডেভিড এগ্নিও বলেন, ‘বাংলাদেশের সব সেক্টরের মানুষদের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে আমাদের আকাঙ্ক্ষা আছে। এই সমঝোতা চুক্তির মাধ্যমে আমরা সেই কাঙ্ক্ষিত মানুষদের কাছে পৌঁছাতে পারব।’
ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের কাউন্সিলর এঞ্জেলা ডার্ক বলেন, ‘বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার যেটা আয়াত এডুকেশনের সাথে অংশীদারত্বের মাধ্যমে আমরা করতে যাচ্ছি। এ জন্য আমরা একটা কারিকুলাম প্রতিষ্ঠা করতে চাই, যেটা কোর্স প্রশিক্ষণের ক্ষেত্রে পুরোপুরি বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের শিক্ষায় কারিকুলামগত গ্যাপ রয়েছে।’
আয়াত এডুকেশনের চেয়ারম্যান তাহসিন আমান বলেন, ‘নার্সিং পেশার অনেক নেতিবাচক কথা আছে, যার ওপর আমরা যৌথভাবে কাজ করছি। আমরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে বাইরে পাঠানোর কাজ করছি, যা নার্সিং পেশার মানোন্নয়নে ভূমিকা রাখবে।’
আয়াত এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত আমান শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে বেসিক ডিগ্রির পাশাপাশি বাইরের দক্ষতা, জ্ঞান ও প্রশিক্ষণ অর্জনের গুরুত্বের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘ভোকেশনাল প্রশিক্ষণের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ আরও বাড়ানো দরকার। আয়াত এডুকেশন সে লক্ষ্য কাজ করছে এমনকি প্রান্তিক এলাকাতেও এটা নিয়ে কাজ করতে চাই আমরা।’