বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ১২ লাখ ডলার

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ১২ লাখ ডলার

স্বদেশ ডেস্ক:

দেশে গত ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ১২ লাখ ডলার। ডলার প্রতি ১০৭ টাকা ধরা হলে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ হয় প্রায় ১৬ হাজার ৭০৫ কোটি টাকা।

বুধবার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে এটি চলতি বছরের জানুয়ারি মাসের চেয়ে ৩৯ কোটি ৭৬ লাখ ডলার কম।

প্রতিবেদনে জানানো হয়, ফেব্রুয়ারি মাসে বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৪ কোটি পাঁচ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৫৭ লাখ ডলার। বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ৮৮ লাখ ডলার। বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ লাখ ডলার।

এর আগে চলতি বছর জানুয়ারি মাসে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। ওই হিসেবে ফেব্রুয়ারি মাসে ৩৯ কোটি ৭৬ লাখ ডলার কম এসেছে।

সামনে দু’টি বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা রয়েছে। এ কারণে আগামীতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৪০১ কোটি ৩৩ লাখ ডলার। আগের অর্থবছরে একই সময় রেমিট্যান্স এসেছিল এক হাজার ৩৪৩ কোটি ৮৪ লাখ ডলার। ওই হিসাবে চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে ৫৭ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার বেশি এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877