সোমবার, ০৩ Jun ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন : বোলা আহমেদ তিনুবু এগিয়ে যেতেই অন্যদের প্রত্যাখ্যান

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন : বোলা আহমেদ তিনুবু এগিয়ে যেতেই অন্যদের প্রত্যাখ্যান

স্বদেশ ডেস্ক:

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন অল প্রগ্রেসিভস কংগ্রেসের (এপিসি) প্রার্থী বোলা আহমেদ তিনুবু এগিয়ে যেতেই অন্য তিন বিরোধী দল ফলাফল বাতিলের দাবি জানিয়েছে।

নাএজরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে ১৯টির প্রাপ্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন। এতে বোলা তিনুবু এগিয়ে রয়েছেন। নির্বাচনে অপর তিন প্রার্থী হচ্ছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) আতিকু আবুবকর, লেবার পার্টির পিটার ওবি ও নিউ নাইজেরিয়া পিপলস পার্টির রাবিউ কাওয়ানকাউসু।

বুধবার রাজধানী আবুজায় বিরোধী তিন দল এক যৌথ সংবাদ সম্মেলনে চূড়ান্ত ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করাটা ‘লাশ দাফনের জন্য অপেক্ষা করার’ মতো হবে।

এলপি চেয়ারম্যান জুলিয়াস আবুরে ব্যাপক কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলনে বলেন, এবার নির্বাচন হয়নি, হয়েছে গণতন্ত্রের ধর্ষণ।

তবে ক্ষমতাসীন দল বিরোধীদের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, নির্বাচন কমিশন পরিস্থিতি শান্ত করতে দ্রুতই ফলাফল ঘোষণা করবে।

সূত্র : আল জাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877