স্বদেশ ডেস্ক:
হংকংয়ের চিফ এক্সিকিউটিভ জন লি মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদেরকে বলেন, ১ মার্চ (বুধবার) থেকে জনসমাগমের সকল স্থান থেকে মাস্ক সংশ্লিষ্ট বিধিনিষেধ প্রত্যাহার করা হবে।
তিনি আরো বলেছেন যে হাসপাতাল ও নার্সিং হোমের মতো বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের প্রয়োজনের বিষয়ে প্রতিষ্ঠানগুলো নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে।
২০২০ সালে কোভিড-১৯ মহামারীর শুরুতে এই চীনা অঞ্চল প্রথম কঠোর মাস্ক বিধি আরোপ করে। আর এই বিধিনিষেধ বজায় রাখা অঞ্চলের মধ্যে বিশ্বের সর্বশেষ অঞ্চলের একটিও এটি। রোববার প্রতিবেশী শহর ম্যাকাও ঘোষণা করেছে যে তারা হাসপাতাল ও গণপরিবহন ছাড়া বেশিরভাগ স্থানের জন্য তাদের কোভিড-১৯ সময়ের মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে।
হংকং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক যাত্রীদের জন্য বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন প্রত্যাহার করে। ব্যবসায়িক গোষ্ঠী, কূটনীতিক ও অনেক বাসিন্দা কোভিড-১৯ বিধিনিষেধের বিরোধিতা করেছিল। তারা বলেছিলো, এই বিধিনিষেধগুলো হংকংয়ের প্রতিযোগিতা সক্ষমতা ও বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে হংকংয়ের অবস্থানকে হুমকীর মধ্যে ফেলে দিচ্ছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা