স্বদেশ ডেস্ক:
মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
‘সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান’ নামের একটি পত্রিকায় জয়েন্ট নিউজ এডিটর হিসেবে কাজ করছিলেন মৌ। তার বাসা থেকে উদ্ধার করা পরিচয়পত্র দেখে এ তথ্য জানতে পেরেছে পুলিশ।
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, গত সোমবার দুপুরে শান্তিবাগে একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে নাদিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৌয়ের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত নাদিয়া ও তার বড় বোন নাজমা (১৪) ফরহাদ বাঁধন। তারা মৌকে মা বলে ডাকত। এ ঘটনায় নাদিয়ার বাবা নাজিম উদ্দিন শাহজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গতকাল সোমবার সকালে নাদিয়ার লাশ গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন মৌ। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘটনা সম্পর্কে পুলিশি জিজ্ঞাসাবাদে মৌ জানান, নাদিয়ার ডায়রিয়া হয়েছিল, তাই সে মারা গেছে। তবে শরীরে কিছু জখমের চিহ্ন পেয়েছে পুলিশ।