স্বদেশ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় মানব পাচারকারীদের হাত থেকে ১৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এমপুমালাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। দেশটির স্থানীয় পত্রিকা দ্যা সিটিজেন তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির পুলিশের মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল সেলভি মোহলাল জানান, কামাগুগুতরের একটি বাড়িতে বাংলাদেশি নাগরিকদের জিম্মি করে রাখার বিষয়ে তথ্য পান কর্মকর্তরা। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানে চালায় নিরাপত্তা সদস্যরা।
এ ঘটনায় সন্দেহভাজন মানবপাচারকারী হিসেবে ওই বাড়ির গৃহকর্মী এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ না করা হয়নি। শিগগিরিই নেলসপ্রুট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা জানিয়েছেন মোহলালা।
তিনি আরও বলেন, ১৯ বাংলাদেশির বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হবে। প্রাথমিক তদন্ত জানা গেছে, তারা মিডলবার্গ এবং জোহানেসবার্গের দিকে যাওয়ার কথা ছিল।