রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

জমে উঠেছে মাহফুজ-বুবলীর রোমান্স

জমে উঠেছে মাহফুজ-বুবলীর রোমান্স

স্বদেশ ডেস্ক:

মাঝে লম্বা সময় বিরতির পর পর্দায় ফিরেছেন টিভি নাটকের জনপ্রিয় মুখ মাহফুজ আহমেদ। তবে এবার আর ছোট পর্দায় না, সরাসরি বড় পর্দায়। শবনম বুবলীকে নিয়ে সম্প্রতি শেষ করলেন সিনেমা ‘প্রহেলিকা’র কাজ। এখন অপেক্ষা মুক্তির।

তবে এর মধ্যে প্রকাশ্যে এলো তাদের রোমান্স। চয়নিকা চৌধুরীর পরিচালনায় রীতিমতো চমকে দিলেন মাহফুজ-বুবলী। গত সোমবার সন্ধ্যায় বঙ্গ’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো সিনেমার প্রথম গান ‘মেঘের নৌকা’। সিলেট, ছেঁড়াদ্বীপ ও সেন্ট মার্টিনের নৈসর্গিক স্থানে প্রেমের সুতোয় বাঁধা পড়লেন তারা।

একে অপরের চোখে চোখ রেখে ঠোঁট মেলালেন- ‘মেঘের নৌকা তুমি/ তোমায় ওড়াবো আকাশে/ সাগরের শঙ্খ তুমি/ তোমায় বাজাবো বাতাসে…।’ আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। আর এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল।

 

মাহফুজ আহমেদের ভাষ্য, ‘মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! এই গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। সেটা থেকে বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো।’

গানটি নিয়ে উচ্ছ্বসিত নায়িকা বুবলীও। তার ভাষায়, ‘পর্দায় অভিনয় করার জন্য এরকম মিষ্টি সুর ও কথার গান সচরাচর আমরা পাই না। শুটিং থেকে গানটি আমার অসম্ভব পছন্দের। গানটি মাত্রই প্রকাশ হলো। যার মাধ্যমে আমার ও মাহফুজ আহমেদের ক্যামিস্ট্রিটা দেখবেন সবাই। আমি অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের ফিডব্যাকের।’

‘মেঘের নৌকা’র গীতিকবি আসিফ ইকবাল বলেন, ‘আমি সবশেষ সিনেমায় গান লিখেছি “ঢাকা অ্যাটাক”র জন্য। এবার লিখলাম “প্রহেলিকা”য়। লেখার প্রথম কারণ মাহফুজ আহমেদের ফেরা হচ্ছে এই সিনেমার মাধ্যমে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। সিনেমার সঙ্গে জড়িত অন্যরাও আমার খুব পছন্দের।’

গানের শিল্পী কোনাল বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম থেকে বেশি করেছি রোমান্টিক গান। এরমধ্যে বন্ধু ইমরানের সঙ্গেও অনেক গান হয়ে গেল। তবে এই ছোট্ট ক্যারিয়ারে যা গেয়েছি, এরমধ্যে অন্যতম সেরা গান হতে যাচ্ছে “মেঘের নৌকা”। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গানটির গীতিকবি, সুরকার, নির্মাতা ও শিল্পীদের প্রতি।’

রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত ‘প্রহেলিকা’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। খুব শিগগিরই এর মুক্তির তারিখ জানানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877