শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:০১ অপরাহ্ন

বৈশ্বিক সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-আর্জেন্টিনা

বৈশ্বিক সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-আর্জেন্টিনা

স্বদেশ ডেস্ক:

বৈশ্বিক সংকট মোকাবিলায় উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। আজ সোমবার বিকেলে রাজধানীর বনানীতে আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে এখানে টেনে এনেছে। দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরও জোরদার করতে আবারও দূতাবাস চালু করা হলো।’

তিনি আরও বলেন, দূতাবাস চালুর মধ্যদিয়ে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। এতে উভয় দেশ উপকৃত হবে।
এ সময় অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে তিন দিনের সফরে আজ সকালে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সান্তিয়াগো ক্যাফিয়েরোর সফরে কৃষি খাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877