স্বদেশ ডেস্ক:
আইল অব ম্যান, এই নামে একটি দেশ আছে হয়তো অনেকেই জানে না। এরা আবার ক্রিকেটও খেলে। তবে মাঠে নেমে লজ্জার এক রেকর্ড গড়ল দলটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর করেছে তারা। স্পেনের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০ রানে অলআউট হয়ে গেল আইল অব ম্যান!
স্বীকৃত যেকোনো টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসেও এটা কোনো দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। গতকাল সিরিজের ষষ্ঠ ও শেষ টি-টোয়েন্টিতেই এই বাজে রেকতর্ডটি হলো দলটির।
যেখানে রান তাড়া করতে নেমে জয়ের বন্দরে পৌঁছাতে একদমই সময় নেয়নি স্পেন। ০.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ওপেনার আওয়াইস দুটি ছয়ে করেছেন ১২ রান।
২০০৪ সালে আইল অব ম্যান আইসিসির অধিভুক্ত হয়েছে আর সহযোগী সদস্যপদ পায় তারা ২০১৭ সালে। দেশটির অবস্থান ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাঝামাঝিতে। বিশ্বকাপ টি-টোয়েন্টির ইউরোপের উপ-আঞ্চলিক বাছাইপর্বে খেলে আইল অব ম্যান। তবে তারা বৈশ্বিক বাছাইপর্বে উঠতে পারেনি এখনও।