স্বদেশ রিপোর্ট: বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ ইউসুফের বিদেহী আতœার মাগফেরাত কামনায় বাংলাদেশ সোসাইটি দোয়া মাহফিল করেছে। গত ২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় এলমাহার্স্টস্থ সোসাইটির নিজস্ব ভবনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা ফায়েক উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য আজিমুর রহমান বুরহান ও কাজী আজহারুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট নূরুল হক ও ফখরুল আলম। সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি সহ অন্যান্যের মধ্যে সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হওলাদার, সহ সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক নওশেদ হোসেন, কার্যকরী সদস্য আজাদ বাকের, সাবেক কর্মকর্তা সৈয়দ ইলিয়াস খসরু প্রমুখ বক্তব্য রাখেন বলে সোসাইটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা সোসাইটির সাবেক কর্মকর্তাদের যথাযাগ্যেভাবে মর্যাদা প্রদান সহ তাদের অবদান সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন এবং কেউ কেউ স্মৃতি চারণ করেন। বক্তারা মরহুম ড. ইউসুফ-কে বাংলাদেশী কমিউনিটির অগ্রদূত হিসেবে আখ্যায়িত করেন বলেন, ব্যক্তিগত জীবনে তিনি একজন উচ্চ শিক্ষিত, খোলা মনের পরোপকারী মানুষ ছিলেন। প্রবাসীদের জন্য তিনি সাধ্যমতো সাহায্য সহযোগিতা করেছেন। তার ঋণ শোধ করা যাবে না।
এদিকে বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ ইউসুফের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সোসাইটির সাবেক সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ-এর সম্পাদকমন্ডলীর সভাপতি ডা. মোহাম্মদ হামিদুজ্জামান। এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা এবং শোক সন্ততপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, ড. পসভরভসমসষ ইউসুফ গত ১৪ আগষ্ট বুধবার ড. ইউসুফ নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা ও নাতি-নাতনি সহ বহু আতœীয়-স্বজন রেখে যান।