শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
করোনায় আক্রান্ত এক লাখ ৫৭ হাজার, মৃত সহস্রাধিক

করোনায় আক্রান্ত এক লাখ ৫৭ হাজার, মৃত সহস্রাধিক

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে এক লাখ ৫৭ হাজার ৬৭৪ জন। মারা গেছে এক হাজার ১০৪ জন মানুষ।

গতকাল রোববার আক্রান্ত হয়েছিল ৮৬ হাজার ২৭৪ জন। মারা গিয়েছিল ৩৫৭ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৯৭ লাখ ২৬ হাজার ৩৮৬ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৯৮ হাজার ৬২২ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ২৫ লাখ ২২ হাজার ৭৫৯ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৫২ লাখ ৫১ হাজার ১৫৪ জনে। মোট মারা গেছে ১১ লাখ ৪৫ হাজার ২৯৩ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ১৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৬৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ১৫ হাজার ৭৩৯ জন। আর মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৮৭৭ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮১ লাখ ১১ হাজার ৬৩ জন মানুষ। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৭ হাজার ৮১২ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭০ লাখ ২৪ হাজার ৪১৭ জন। মারা গেছে ছয় লাখ ৯৮ হাজার ৯৩৪ জন মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877