শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

বাহামায় ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে ৭ জনের প্রাণহানি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক: বাহামায় ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিন্নিস এএফপিকে একথা জানান।

মিন্নিস বলেন, আরো দুইজনের প্রাণহানি ঘটায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। তিনি আরো বলেন, ‘মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আমরা আশংকা করছি।’

প্রলয়ঙ্করী এ হারিকেনের তাণ্ডবে বহু ঘরের ছাদ উড়ে গেছে, জলোচ্ছ্বাস আর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে অনেক জায়গা। পাঁচ ধাপের সাফির-সিম্পসন উইন্ড স্কেলে ডোরিয়ানকে প্রাণসংহারী পাঁচ ক্যাটাগরির হারিকেন হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী পাঁচ দিন পর্যন্ত ডোরিয়ান হারিকেন হিসেবে থেকে যাবে বলে এনএইচসি জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আবাকোর বাসিন্দাদের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একক পরিবারের জন্য নির্মিত বাড়িগুলোর অর্ধেক পর্যন্ত পানিতে ডুবে গেছে এবং সেগুলোর ছাদের কিছু অংশ উড়ে গেছে। পুরো দ্বীপ দুমড়ে মুচড়ে যাওয়া ধাতুর খণ্ড ও ছিন্ন কাঠের টুকরায় ছেয়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ