স্বদেশ ডেস্ক:
নিজের প্রিয় খেলা টেনিসকে সদ্য বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা। দুবাইয়ে ক্যারিয়ারের ইতি টানেন ভারতীয় তারকা। তবে টেনিস ছাড়লেও ক্রিকেটে জড়িয়ে পড়েছেন তিনি। সম্প্রতি সানিয়া নারী প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের সঙ্গে যুক্ত হয়েছেন। এই দলের পরামর্শক হিসেবে দেখা যাবে তাকে।
নতুন জীবন নিয়ে ৩৬ বছর বয়সী সানিয়া বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আমার সরাসরি সম্পর্ক নেই। কিন্তু এদের নিয়ে কাজ করতে ভালো লাগবে। কম বয়সের মেয়েদের কাছে প্রচুর টাকা থাকে না। অনেকেরই অবস্থা ভালো হয় না। অথচ লাখ লাখ মানুষের আশা রয়েছে ওদের ঘিরে। ওদের অনেককেই টেলিভিশনে কখনো দেখা যায়নি। ওদের অনেকে কখনো বিজ্ঞাপনের কাজ করেনি। ফলে প্রিমিয়ার লিগের পরিবেশ ওদের লক্ষ্যচ্যুত করতে পারে।’
তিনি আরও বলেন, ‘আগে ওদের অনেককে হয়তো প্রত্যাশার চাপ সামলাতে হয়নি। এবার প্রত্যাশার চাপ থাকবে। আমি ওদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেব। তাতে হয়তো ওরা কিছুটা স্বাচ্ছন্দ বোধ করবে। বড় পরিবর্তনের সময় সাহায্য করবে। এমন একটা দলের হয়ে খেলার সুযোগ অনেকের কাছে বিরাট ব্যাপার।’
মেন্টরের দায়িত্ব দেওয়ায় খুশি সানিয়া বলেন, ‘আমার কাছেও এটা দারুণ একটা সুযোগ। যেমন কাজ করতে চাই, এটা অনেকটা তেমনই। মেয়েদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেব। চেষ্টা করব আমাদের উপমহাদেশে নারীদের খেলা যাতে ভবিষ্যতে আরও উন্নতি করে। আরও আকর্ষণীয় হয়ে ওঠে।’