শনিবার, ০৪ মে ২০২৪, ১২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘যতদিন পুতিনের যুদ্ধ চলবে, ততদিন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র’

‘যতদিন পুতিনের যুদ্ধ চলবে, ততদিন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র’

স্বদেশ ডেস্ক:

মার্কিন পররাষ্ট্র দফতরের আঞ্চলিক মুখপাত্র স্যামুয়েল ওয়ারবার্গ বলেন, ‘যতদিন পুতিনের যুদ্ধ চলবে, ততদিন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।’

শুক্রবার আলজাজিরা মুবাশিরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ওয়ারবার্গ বলেন, ‘যুদ্ধের প্রতিটি ধাপে ইউক্রেনকে সহযোগিতা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। কখনো দিয়েছে প্রতিরক্ষামূলক অস্ত্র। কখনো দিয়েছে অর্থ ও পরামর্শমূলক সহায়তা। যখন যে সহযোগিতার প্রয়োজন পড়েছে, তখন যুক্তরাষ্ট্র সেটা নিয়েই হাজির হয়েছে।’

তিনি জানান, ‘এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র গতকাল শুক্রবার ২৫০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। যেন এর মাধ্যমে রুশ আক্রমণ থেকে বাঁচার জন্য ইউক্রেন মাটির নিচে বাঙ্কার তৈরি করতে পারে।’

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ২০২২ প্রথম ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া শর্ত দিয়েছিল, কিয়েভ ভবিষ্যতে কোনো সামরিক জোটের সাথে যুক্ত হতে পারবে না। কিন্তু শর্তটি ইউক্রেনের স্বাধীনতা-সার্বভোমত্বের পরিপন্থী বিধায় আর সমঝোতা হয়নি। ফলে আজো সেই যুদ্ধ চলমান।

সূত্র : আলজাজিরা মুবাশির

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877