শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাথে তুর্কি ধর্ম বিষয়ক প্রধানের জুমা আদায়, আবেগঘন বার্তা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাথে তুর্কি ধর্ম বিষয়ক প্রধানের জুমা আদায়, আবেগঘন বার্তা

স্বদেশ ডেস্ক:

ভয়াবহ ভূমিকম্পের শিকার তুরস্কের হাতায় প্রদেশের ক্ষতিগ্রস্ত মানুষের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন দেশটির ধর্ম বিষয়ক প্রধান ড. আলি এরবাশ।

শুক্রবার প্রদেশটির কেন্দ্রীয় শহর আনতাকিয়ার একটি মসজিদে জুমা আদায় করেন তিনি। ড. আলি এরবাশ নিজেই নামাজের ইমামতি করেন।

এ সময় তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশে আবেগঘন বক্তৃতা দেন। বক্তৃতায় ড. আলি এরবাশ বলেন, ‘ভূমিকম্পের ফলে তুরস্কের জনগণ একটি কঠিন অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের ক্ষত নিরাময়ে এবং আশা মেরামতে ‘একদেহ-একমনে’ পরিণত হওয়ার চেষ্টা করছি।’

তুর্কি ধর্ম বিষয়ক প্রধান আরো বলেন, ‘আমরা খাঁটি মুমিন বান্দা। আমরা বিশ্বাস করি- আল্লাহ কঠিন দুর্দশার এই বায়ুর বদলে করুনা ও রহমতের বাতাস প্রবাহিত করবেন।’

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877