স্বদেশ ডেস্ক:
মজুরী বৃদ্ধির দাবিতে আবারো ধর্মঘটের ডাক দিয়েছে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স। এই কর্মসূচির আওতায় রোববার ১২ ঘন্টার জন্য লাগর্ডিয়া বিমানবন্দর থেকে যাত্রী পরিবহন বন্ধ রাখবেন উবার ও লিফটের মতো রাইডশেয়ার সার্ভিসের চালকরা। গত ডিসেম্বরে ট্যাক্সি অ্যান্ড লিমুজিন কমিশন (টিএলসি) এর দেয়া রাইডশেয়ার চালকদের মজুরী বৃদ্ধির একটি প্রস্তাবের বিরুদ্ধে মামলা করে উবার। ফলে মজুরী বাড়ানোর ওই উদ্যোগ আটকে যায়।
রোববারের ধর্মঘট উবারের করা ওই মামলার বিরুদ্ধে ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের তৃতীয় কর্মসূচি। আগের দু’বার পুরো শহরজুড়ে ধর্মঘট চললেও এবার শুধু লাগর্ডিয়া থেকে যাত্রী পরিবহনই বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন অ্যালায়েন্স প্রধান ভৈরবী দেশাই। শহরের বাকি এলাকা বা বিমানবন্দরগামী যাত্রীদের ওপর এই কর্মসূচি কোন প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। রাইডশেয়ার চালকদের মজুরি বৃদ্ধির বিষয়ে আগামী সপ্তাহে এক গণশুনানির আয়োজন করেছে টিএলসি।
তার আগে ধর্মঘট ডাকার কারণ হিসেবে ভৈরবী জানান, গণগুনানির সিদ্ধান্তের বিরুদ্ধে উবার বা লিফট নতুন মামলা করতে পারে। সেই আশংকার প্রতিবাদেই ধর্মঘট কর্মসূচির ডাক দিয়েছেন তারা। উবারের দেয়া তথ্য অনুুযায়ী তাদের রাইডশেয়ার চালকরা বর্তমানে ঘন্টাপ্রতি ৩১.৬৬ ডলার আয় করেন। গত দুই বছরে সিটির অন্য কর্মজীবীদের তুলনায় রাইডশেয়ার চালকদের মজুরী বৃদ্ধির হারও বেশি ছিলো বলে দাবি করেছে উবার।