স্বদেশ ডেস্ক:
শোক-কে শক্তিতে পরিণত করে ব্যাপক আয়োজনে দেশের ন্যায় প্রবাসের এবার অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। মঙ্গলবার ছিলো অমর একুশে ফেব্রুয়ারি। দিবসটির প্রথম প্রহর থেকে অর্থাৎ সোমবার থেকেই শুরু হয় অনুষ্ঠানমালা।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, জাতিসংঘের বাংলাদেশ মিশন, নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট ছাড়াও বাংলাদেশ সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালী’র চেতনা মঞ্চ, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসেসিয়েশন-জেবিবিএ, কুইন্স লাইব্রেরি ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, বাফা, সিলেট বিভাগীয় সংগঠন প্রভৃতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে একুশের কর্মসূচি পালিত হয়। এছাড়াও প্রতি বছরের মতো বাফা ব্রঙ্কসে প্রভাত ফেরির আয়োজন করে।
বাংলাদেশ সোসাইটি: অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বাংলাদেশ সোসাইটি সোমবার (২০ ফেব্রুয়ারি) নিউইয়র্ক সিটির উডসাইডস্থ তিব্বতি কমিউনিটি সেন্টারে একুশের অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া এবং একুশের অনুষ্ঠান সফল করায় সংশ্লিস্ট সকলের প্রতি ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতি ছিলো লক্ষণীয়।
এখানে প্রথমে শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন সোসাইটির নেতৃবৃন্দ। পরবর্তীতে সভাপতি আবু তাহেরের নেতৃত্বে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বিএনপি, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি, বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ, বৃহত্তর কুমুল্লা সমিতি ইউএসএ, বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ, সিলেট এমসি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন, কুইন্স বাংলাদেশ সোসাইটি, ইয়েলো সোসাইটি, ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতি, মুন্সীগঞ্জ-বিক্রমপর এসোসিয়েশন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, প্রবাসী শরিয়তপুর সমিতি ইউএসএ, দোহার উপজেলা সমিতি ইউএসএসহ অর্ধ শতাধিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রকাশ করা হয় ‘অক্ষর’ শীর্ষক স্মরণিকা।
এছাড়াও ছিলো চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা। সোসাইটির একুশের অনুষ্ঠান সফল করতে মহিউদ্দিন দেওয়ানকে আহ্বায়ক, ফারুক চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক, মাইনুল উদ্দিন মাহবুবকে প্রধান সমন্বয়কারী, প্রদীপ ভট্টাচার্য, সুশান্ত দত্ত ও শাহ মিজানুর রহমানকে সমন্বয়কারী, আমিনুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব ও ফারহানা চৌধুরীকে যুগ্ম সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়।
ঢাবি এলামনাই এসোসিয়েশন: ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে সম্মিলিত মহান একুশ উদযাপন হয়েছে নিউইয়র্ক সিটির কুইন্স প্যালেসে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান। এখানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো শিশু-কিশোর-কিশোরেিদর জন্য বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, আলোচনা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সাঈদা আকতার লিলি। অনুষ্ঠানমালা উপস্থাপনায় ছিলেন যথাক্রমে নূপুর চৌধুরী, সাবিনা শারমিন নিহার, রুহুল আমিন সরকার, শারমিন রেজা ইভা ও গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতি ছিলো লক্ষণীয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতি ছিলো লক্ষণীয়।
জেবিবিএ: গিয়াস আহমেদ ও তারেক হাসান খান নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে স্থানীয় ডাইভারসিটি প্লাজায় অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এবং অমর একুশে পালন করে।
জালালাবাদ এসোসিয়েশন: অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জ্যামাইকার তাজমহল পার্টি হলে অনুষ্ঠানমালার আয়োজন করে। এখানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জালালাবাদ এসোসিয়েশন, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ, বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি ইউএসএ, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ প্রভৃতি সংগঠনের পক্ষ থেকে এই শহীদ মিনারে পুস্পষÍবক অর্পণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি বদরুলহেন খান এবং একুশের অনুষ্ঠান সফল করায় সংশ্লিস্ট সকলের প্রতি ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে জ্যামাইকার ইকরা পার্টি হলে একুশের অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ডা. মোহাম্মদ আব্দুল লতিফ এবং একুশের অনুষ্ঠান সফল করায় সংশ্লিস্ট সকলের প্রতি ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: শফিউল আলম শফিক।
এছাড়াও সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইন আমেরিকার উদ্যোগে সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে মহান একুশ উদযাপনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানেও নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদেও স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে ছিলো আলোচনা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান।
অপরদিকে কানাডা ছাড়াও যুক্তরাষ্ট্রের নিউজার্সী রাজ্যের পেটারসনে, ক্যালিফোর্নিয়ার রাজ্যের লস এঞ্জেলেসে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, টেক্সাস, মেরিল্যান্ড, পেনসেলভেনিয়া, মিশিগান, কানেকটিকাট প্রভৃতি রাজ্যে ব্যাপক উৎসাহ-উীদ্দপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।