মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ কনস্যুলেটের নিজস্ব ভবন উদ্বোধন

লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ কনস্যুলেটের নিজস্ব ভবন উদ্বোধন

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নিজস্ব চ্যান্সেরি ভবনের উদ্বোধন হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন ভবন উদ্বোধনের পর কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় লস অ্যাঞ্জেলের বাংলাদেশ কম্যুনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরেন। উন্নয়নের এই ধারায় তিনি প্রবাসী বাংলাদেশিদের আরো বেশি সম্পৃক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে আহবান জানান।

পররাষ্ট্রমন্ত্রী কনস্যুলার কার্যক্রম ও কনস্যুলেট ভবনটি পরিদর্শন করেন। একই দিনে পররাষ্ট্র মন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব যে পরিবেশ নিশ্চিত করেছে, তার সুবিধা নিয়ে বাংলাদেশে আরো বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877