বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

ওমানের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ভ্যাটিকানের

ওমানের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ভ্যাটিকানের

স্বদেশ ডেস্ক:

ভ্যাটিকান ও ওমান বৃহস্পতিবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। এর ফলে আরব মুসলিম দুনিয়ার সাথে পোপের আনুষ্ঠানিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলো।

এক যৌথ বিবৃতিতে উভয় পক্ষ জানায়, তারা পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা বাড়াতে চায় এবং রাষ্ট্রদূতদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

রোম পরিবেষ্টিত সার্বভৌম নগর-রাষ্ট্র ভ্যাটিকানের এখন সৌদি আরব ছাড়া আরব উপদ্বীপের প্রতিটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হলো।

সুলতান-শাসিত ওমান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ভ্যাটিকান আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে মাত্র চারজন ক্যাথলিক প্যারিশ এবং ১২ জন পাদ্রি রয়েছে।

বিবৃতিতে বলা হয় যে ভ্যাটিকান আশা করছে, সম্পর্ক উন্নয়নের ফলে চার্চ ওমানের সামাজিক কল্যাণে অবদান অব্যাহত রাখতে পারবে।

পোপ ফ্রান্সিস ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি সফর করেন। গত বছর তিনি বাহরাইন সফর করেছেন।
উভয় স্থানে তিনি বিশ্বাসীদের মধ্যে সংলাপ জোরদার করার জন্য আন্তঃধর্মীয় সভায় উপস্থিত ছিলেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877