বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

বেঁধে রাখা হাতের ছবি দিয়ে নতুন মুদ্রা ছাড়ল ইউক্রেন

বেঁধে রাখা হাতের ছবি দিয়ে নতুন মুদ্রা ছাড়ল ইউক্রেন

স্বদেশ ডেস্ক:

রুশ হামলার বর্ষপূর্তিকে সামনে রেখে বেঁধে রাখা হাতের ছবি দিয়ে নতুন মুদ্রা ছেড়েছে ইউক্রেন। গতকাল বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ২০ ইউক্রেনীয় রিভনিয়ার (স্থানীয় মুদ্রা) স্মারক ব্যাংক নোট উন্মোচন করেছে।

স্মারক নোটটির চিত্রে দেখা গেছে, একপাশে ইউক্রেনের তিন যোদ্ধা জাতীয় পতাকা উঁচিয়ে রেখেছে। অন্যদিকে আছে পিছমোড়া বাঁধা দু’টি হাতের ছবি। বেঁধে রাখা দুই হাতের ছবিতে মূলত কিয়েভে চলমান যুদ্ধে রাশিয়ার যুদ্ধাপরাধের কথা বোঝাতে চাওয়া হয়েছে। যদিও মস্কো বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।

স্মারক ব্যাংক নোটটির উন্মোচন বিষয়ে ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেনের গভর্নর আন্দ্রেই পাইসনি বলেন, ‘যুদ্ধের বর্ষপূর্তিকে সামনে রেখে আমরা এ স্মারক ব্যাংক নোটটি উন্মোচন করেছি। ব্যাংক নোটের এ ছোট্ট এক টুকরা কাগজে যুদ্ধকালীন পুরো বছরের আবেগ, নিদর্শন, বিষয়বস্তু ও আইকনিক জিনিসগুলো তুলে ধরা হয়েছে।’

নতুন ব্যাংক নোটের নকশা ও অন্যান্য কারুকাজ শেষ করতে আট মাস সময় লেগেছে উল্লেখ করে গভর্নর জানান, শিগগিরই নতুন করে তিন লাখ ব্যাংক নোট বাজারে ছাড়া হবে।

উল্লেখ্য, গত গ্রীষ্মে মুদ্রাবাজারে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ইউক্রেনীয় রিভনিয়ারের মূল্যমান ছিল ৩৬ দশমিক ৫৭। যুদ্ধের কারণে মুদ্রার দরপতন ঠেকাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছে। কারণ, পশ্চিমা মিত্রদের উল্লেখযোগ্য আর্থিক সহায়তাও ইউক্রেনের মুদ্রার দরপতন ঠেকানে পারছে না।

মূলত গত এক বছর ধরে যুদ্ধের কারণে দেশের অর্থনীতিকে চলমান রাখতে ও বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

সূত্র : রয়টার্স

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877