বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মুক্তি চেয়ে পোস্টার লাগালেন রিজভী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক: কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে গতকাল বুধবার গভীর রাতে পোস্টার লাগিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই পোস্টার দেয়ালে দেয়ালে সাঁটানো হয়।

বুধবার রাত ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উত্তরার বিভিন্ন সড়ক ও বিমানবন্দর এলাকায় এই পোস্টার সাঁটানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে রিজভী বলেন, ‌‘দেশে রাজনীতি করার সুযোগ সীমিত। তার পরও সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করি। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা গণতন্ত্রের মা খালেদা জিয়া ভিত্তিহীন মামলায় কারাগারে। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্যই সরকার তাকে ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে আটকে রেখেছে। আমরা তার মুক্তি চাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ