স্বদেশ ডেস্ক:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন ছাত্রী ফুলপরী খাতুনকে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটির ডাকে আবারও ক্যাম্পাসে এসেছেন তিনি। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি দেশরত্ন শেখ হাসিনা হলে এসেছেন বলে নিশ্চিত করেছেন হলের সহকারী রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, তদন্ত কমিটির নির্দেশে আজ দুপুর ১২টার দিকে ভুক্তভোগী ও তার বাবা হলে এসেছেন। তদন্তের স্বার্থে সহকারী প্রক্টর জয়শ্রী সেন তাকে নিয়ে আসেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশনায় গঠিত তদন্ত কমিটি তদন্তের কাজে আজ সকালে ওই ছাত্রী ক্যাম্পাসে এসেছেন। প্রথমে তারা প্রক্টর শাহাদৎ হোসেন আজাদের রুম যান। পরে দুপুর ১টার দিকে তারা দেশরত্ন শেষ হাসিনা হলে যান।