রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

‘ইসলামের টানে’ অভিনয় ছাড়লেন আনুম ফায়াজ

‘ইসলামের টানে’ অভিনয় ছাড়লেন আনুম ফায়াজ

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। তিনি আর অভিনয় করবেন না ঘোষণা দিয়েছেন। ইসলাম ধর্মের রীতিনীতি পালন করতেই শোবিজ ছাড়ার এমন সিদ্ধান্ত।

সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন আনুম ফায়াজ। তার ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন।

ভক্তদের উদ্দেশে আনুম ফায়াজ ইনস্টাগ্রাম লিখেছেন, ‘এটা বলা আমার জন্য খুবই কঠিন। আমার পুরো অভিনয় ক্যারিয়ারে আপনারা পূর্ণ সমর্থন দিয়েছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি, শোবিজ ছেড়ে ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবনযাপন করব। আমি আশা করছি, আমার এই পথচলায় আপনারা আমাকে দোয়ায় রাখবেন। অশেষ ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।’

অভিনেত্রীর এমন সিদ্ধান্তের পর অনেকেই মন্তব্য করেছেন। সেখানে একজন লিখেছেন, ‘আনুম, তোমার এই পথচলার সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছি। সত্যিকারের সফলতা এটা।’

আরেকজন লেখেন, ‘এই সিদ্ধান্তের জন্য আল্লাহ তোমাকে পুরস্কৃত করবে। আমীন।’

পাকিস্তানের বেশকিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে কিছুদিন ধরে শোবিজ অঙ্গনে তাকে আর দেখা যাচ্ছিল না। এরই মধ্যে ইনস্টাগ্রামে এমন স্ট্যাটাস দিয়েছেন। তাকে দেখা গেছে হিজাব ও বোরকা পরা অবস্থায়।

জনপ্রিয় অভিনেত্রী আনাম ফায়েজ ২০১৬ সালে আসাদ আনোয়ারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলেও রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877