স্বদেশ ডেস্ক:
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। তিনি আর অভিনয় করবেন না ঘোষণা দিয়েছেন। ইসলাম ধর্মের রীতিনীতি পালন করতেই শোবিজ ছাড়ার এমন সিদ্ধান্ত।
সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন আনুম ফায়াজ। তার ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন।
অভিনেত্রীর এমন সিদ্ধান্তের পর অনেকেই মন্তব্য করেছেন। সেখানে একজন লিখেছেন, ‘আনুম, তোমার এই পথচলার সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছি। সত্যিকারের সফলতা এটা।’
আরেকজন লেখেন, ‘এই সিদ্ধান্তের জন্য আল্লাহ তোমাকে পুরস্কৃত করবে। আমীন।’
পাকিস্তানের বেশকিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে কিছুদিন ধরে শোবিজ অঙ্গনে তাকে আর দেখা যাচ্ছিল না। এরই মধ্যে ইনস্টাগ্রামে এমন স্ট্যাটাস দিয়েছেন। তাকে দেখা গেছে হিজাব ও বোরকা পরা অবস্থায়।
জনপ্রিয় অভিনেত্রী আনাম ফায়েজ ২০১৬ সালে আসাদ আনোয়ারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলেও রয়েছে।