স্বদেশ ডেস্ক:
সকালে কুয়াশায় চাদরে মুড়িয়ে ছিল রাজধানী ঢাকা। হালকা মেঘের আনাগোনাও ছিল। রোববার এমন সকালের দেখা পেয়েছিল নগরবাসী। তবে বেলা বাড়ার সাথে সাথে হারিয়ে যেতে শুরু করে কুয়াশা। উঁকি দেয় সূর্য, বাড়ায় তীব্রতা।
গতকালের তুলনায় আজ সকালে ঢাকার তাপমাত্রা সামান্য বেড়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা একদিন আগে ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রোববার ফাল্গুনের ৬ তারিখ। গত কয়েকদিন ধরেই সারা দেশে তাপমাত্রা বাড়ছে। দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে। আজও কুমিল্লাসহ, বরিশাল ও খুলনা বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে বাতাস। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।