স্বদেশ ডেস্ক:
সিরাজগঞ্জে পুলিশের ওপর হামলায় দুই উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে জেলার এনায়েতপুর উপজেলার এনায়েতপুর হাটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন এনায়েতপুর থানার এসআই সাইফুল ইসলাম ও প্রনয় কুমার প্রামানিক। এ ঘটনায় মো. আক্তার সরকার (৪৮) নামের অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আক্তার সরকার এনায়েতপুর উপজেলার খোকশাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মাদকসেবী বলে দাবি পুলিশের।
ওসি বলেন, এসময় এসআই সাইফুল ইসলাম ও প্রনয় কুমারের কাপড় টেনে ছিড়ে ফেলেন এবং তারা দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে। আহত এসআই সাইফুল ইসলাম ও প্রনয় কুমারকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ওই ঘটনায় অভিযুক্ত আক্তার সরকারকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।