রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

চীনের সামরিক কর্মকর্তাদের গবেষণা তহবিল বন্ধ করলো কানাডা

চীনের সামরিক কর্মকর্তাদের গবেষণা তহবিল বন্ধ করলো কানাডা

স্বদেশ ডেস্ক:

চীনের সামরিক বাহিনীর গবেষণার জন্য সব ধরনের অর্থ সহায়তা দেওয়া বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা সরকার। একইসঙ্গে দেশটির প্রদেশ এবং বিশ্ববিদ্যালয়গুলোকেও এই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কানাডা। দ্য গ্লোব ও মেইলের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

দেশটির বাণিজ্যমন্ত্রী ফিলিপ জানিয়েছেন, ঘোষিত নতুন নিয়মের অংশ হিসাবে, সংবেদনশীল বিষয়ে গবেষণা করতে চাওয়া আবেদনকারীদের তহবিল দেওয়া হবে না। কোনো গবেষক কানাডার জন্য হুমকি হিসেবে বিবেচিত হলে তাকেও কোনো তহবিল দেওয়া হবে না।

কানাডার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমাদের দেশ, প্রতিষ্ঠান এবং মেধা সম্পত্তি রক্ষায় কানাডা সরকার যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে তার মধ্যে এ নতুন পদক্ষেপ অন্যতম। কানাডার নিরাপত্তা জোরদার করাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877