মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

‘কামান গর্জে উঠলেই পাকিস্তান গায়েব হয়ে যাবে’

‘কামান গর্জে উঠলেই পাকিস্তান গায়েব হয়ে যাবে’

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানকে নিয়ে কড়া ভাষায় মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হুঙ্কার দিয়ে তিনি বলেছেন, রাজ্যের সীমান্তে থাকা কামান যেদিন গর্জে উঠবে সেই দিন পাকিস্তানকে আর খুঁজে পাওয়া যাবে না। এর কয়েক দিন আগে পাকিস্তানকে ‘পৃথিবীর বোঝা’ বলে কটাক্ষ করেছিলেন ভারতের এই মুখ্যমন্ত্রী। এবার দিলেন হুঁশিয়ারি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ শনিবার বুন্দেলখণ্ডের বান্দায় কালিঞ্জর মহোৎসবের সূচনা করেন যোগী। সেখানে তিনি বলেছেন, দেশের অগ্রগতির জন্য বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছে। এখন চিত্রকূট থেকে দিল্লি পৌঁছাতে লাগে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টা। চিত্রকূটে তৈরি হচ্ছে বিমান বন্দর। এছাড়া ডিফেন্স করিডরও তৈরি হচ্ছে।

যোগী বলেছেন, যখন সেখানে কামান গর্জে উঠবে পাকিস্তান নিজে নিজেই গায়েব হয়ে যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877