বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

তুরস্কের বিধ্বস্ত এলাকা বিনির্মাণ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের বিধ্বস্ত এলাকা বিনির্মাণ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

তুরস্ক চাইলে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা বিনির্মাণে বাংলাদেশ থেকে জনবল পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজারে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালা শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে ফোনে কথা হয়। ওরা (তুরস্ক) বলেছে যে, এখনও তো বহু মরদেহ নিচে রয়ে গেছে। উদ্ধারকাজ চলছে। তারা বলেছেন, পরবর্তীতে রিকনস্ট্রাকশন (পুনরায় নির্মাণ) করব। আমরা বলেছি, তোমরা যদি বাড়িঘর বানাতে চাও, লেবারের যদি দরকার হয়, আমাদের লেবার আমরা দিতে পারব। তারা বলছেন, লুকিং টু ইট। তাদের অবশ্য কনস্ট্রাকশনের লোক আছে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তারা (তুরস্ক) আমাদের প্রশংসা করে বলেছেন যে, সঠিক সময়ে আমাদের লোকজন সেখানে গেছে। আর বলছিল যে, আমাদের লোকজন (উদ্ধারকাজে সহায়তা করতে যাওয়া) আরও কিছুদিন সেখানে থাকতে পারবে কি না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা এক্সটেনশন (বৃদ্ধি) করেছেন।’

বাংলাদেশের ২৫ শিক্ষার্থী তুরস্কে রয়েছে। ভূমিকম্পে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সরকারের পক্ষ থেকে অর্থিক সহযোগিতা করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে ভূমিকম্প আঘাত হানে, যা তুরস্ক ও সিরিয়া সীমান্তের বিশাল একটি এলাকাকে কাঁপিয়ে দিয়েছে। শক্তিশালী ৭.৮ ও ৭.৬ মাত্রার দুই ভূমিকম্পের ঘটনা ১১ দিনে গড়িয়েছে। তবে উদ্ধার অভিযান এখনও চলছে। সবশেষ পাওয়া খবরে গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877