সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন মির্জা ফখরুল

সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন মির্জা ফখরুল

স্বদেশ ডেস্ক:

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের নিয়িমিত ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনুস আলী। তিনি জানান, মির্জা ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে (এনইউএইচ) মির্জা ফখরুল চিকিৎসা নেন। গত ১০ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব সস্ত্রীক সিঙ্গাপুর যান। এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন তিনি।

২০১৫ সালে কারাবন্দী অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। গত বছর রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি যেতে পারেনি। সবশেষ ২০২১ সালের ৩০ জানুয়ারি ফখরুল সিঙ্গাপুরে গিয়েছিলেন।

গত ৮ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরার বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এক মাস কারাগারে থাকার পর উচ্চ আদালতের জামিনে তিনি মুক্তি পান। এরপর গত ১৫ জানুয়ারি তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে দুই দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877