রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিপিএল ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

স্বদেশ ডেস্ক:

বিপিএলের নবম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

বিপিএলের ইতিহাসে ফাইনালে উঠে কখনই হারেনি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সরা। মাশরাফিও বিপিএলের ফাইনাল থেকে ফেরেনি শূন্য হাতে। ইতিহাসে সেরা সফল অধিনায়ক মাশরাফি। আর সফল দল কুমিল্লা। ক্রিকেটের ২২ গজের লড়াই এখন মনস্তাত্ত্বিক যুদ্ধে রূপ নিয়েছে।

দীর্ঘ এক মাসের বেশি সময় দেশের তিনটি ভেন্যূ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মাতিয়েছে বিপিএল টি-টোয়েন্টি। এবার ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তির পথে। তবে ক্রিকেট ভক্তরা যে, বিপিএলের ইতিহাসে সর্বকালের সেরা ফাইনাল দেখতেই যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই।
নবম আসরের শিরোপার লড়াইয়ে আগে বেশ স্নায়ুর চাপে ভুগছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাঠে ভালো খেললেই শিরোপা জেতা যায় না। ব্যাট-বলের লড়াইয়ের সঙ্গে মনস্তাত্ত্বিক যুদ্ধেও জিততে হয়। নিশ্চিত ভাবে ফাইনালে যে যুদ্ধে এগিয়ে থাকবে সিলেট।

সিলেট একাদশ: তৌহিদ হৃদয়, নাজমুল হাসান শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), থিসারা পেরেরা, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), লুক উড, রুবেল হোসেন, তানজিম হাসান সাকিব।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস, সুনীল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), জাকের আলি, মঈন আলি, মোসাদ্দেক হোসেন, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মুকিদুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ