শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মৃণাল সেন নাকি চঞ্চল চৌধুরী!

মৃণাল সেন নাকি চঞ্চল চৌধুরী!

স্বদেশ ডেস্ক:

প্রকাশিত ছবির সঙ্গে কার মিল পাওয়া যায়? অনেকেই হয়তো বললেন, এটি কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেন। আসলেই কি তাই! হ্যাঁ এটি মৃণাল সেনের মুখ ছবি, তবে মানুষটি দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। যিনি ক্যামেরায় ধরা দিয়েছেন মৃণাল সেনের রূপে। আর রীতিমত মিলে গেছে প্রয়াত এই কিংবদন্তির সঙ্গে।

ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমাটি তৈরি হচ্ছে মৃণাল সেনের জীবনের ঘটনাপ্রবাহ নিয়ে। আর এতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন চঞ্চল। সম্প্রতি এই সিনেমার চারটি ছবি পোস্ট করেছেন চঞ্চলের বন্ধু, অভিনেত্রী শাহনাজ খুশি। একটিতে বৃদ্ধ মৃণালের সাজে সেলফি তুলছেন, দুটিতে সিগারেট ফুঁকছেন, আরেকটিতে ভাবুক চাহনিতে দাঁড়িয়ে আছেন রাস্তায়।

ছবিগুলোর সঙ্গে খুশি লিখেছেন, ‘তুই আর কী কী অনবদ্য অভিনয়ে, গেটআপে চমকে দিবি, সেই ভয়ে ভীত থাকি বন্ধু! তুই আমাদের অভিনয় জগতের এক অন্য অহংকার, অন্য ভালোবাসা। অপেক্ষায় আলোড়িত হচ্ছি রোজ, কবে দেখবো তোর এবারের চমক! তোর অবিরাম সাফল্য কামনা করি।’

শুধু শাহনাজ খুশি নয়, দেশের আরও অনেক শিল্পী, সাধারণ দর্শক চঞ্চলের ছবিগুলো পোস্ট করছেন আর প্রশংসায় ভাসাচ্ছেন। চঞ্চল নাকি মৃণাল; এই দ্বিধায় যখন তারা ডুবে আছেন, তখন শুটিংয়ে ব্যস্ত চঞ্চল।

জানা গেলো, এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন চঞ্চল চৌধুরী। কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটে চলছে ‘পদাতিক’র শুটিং। তার সবশেষ খবর প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যমে।

তাতে বলা হয়েছে, একেকটি দৃশ্যের জন্য সাত-আটটি টেক নিচ্ছেন সৃজিত। আর বিন্দুমাত্র ক্লান্তি বা বিরক্তি না দেখিয়ে স্বাচ্ছন্দ্যেই শট দিয়ে যাচ্ছেন চঞ্চল। শুটিং দেখতে ভিড় জমানো লোকজনের অনেকেই তাকে চিনে নিচ্ছে, যারা চিনছেন না, তারাও তার অভিনয়শক্তি দেখে মুগ্ধ চোখে তাকিয়ে।

এর শুটিংয়ে রয়েছেন টলিউড অভিনেত্রী মনামী ঘোষও। তিনি অভিনয় করছেন মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে।

চরিত্র প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘মৃণাল সেনের চরিত্রটি যে কোনও শিল্পীর জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। যে কোনও বায়োপিকেই দর্শক হুবহু মেলানোর চেষ্টা করে। কিন্তু আরও একজন মানুষের সঙ্গে হুবহু মিলে যাওয়া তো সম্ভব নয়। প্রথম দিকে একটু ভয় লাগছিল। কিন্তু স়ৃজিত খুব সাহায্য করেছেন। তখন আগ্রহটা পেয়েছি।’এর আগে, ‘পদাতিক’ সিনেমাটি নিয়ে শুভকামনা জানিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও। এই সিনেমা ঘিরে সিনে জগতের মানুষের এত আগ্রহের কারণ, মৃনাল সেন উপমহাদেশের সেরা নির্মাতাদের একজন। তাই কেমন রূপে তাকে পর্দায় তুলে ধরা হয়, সেটা দেখার কৌতুহল সবার মধ্যেই বিরাজমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877