মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

ছেলেকে নিয়ে বুবলী

ছেলেকে নিয়ে বুবলী

স্বদেশ ডেস্ক:

ভালোবাসা দিবসে নানা আয়োজনে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন সবাই। ভালোবাসার রঙে রঙিন এই দিনে বিশেষ বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী।

গতকাল মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী।

ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন- শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি! সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ক্যাপশনের সঙ্গে কয়েকটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

ছবিতে দেখা গেছে, মা-ছেলে দুজনই ভালোবাসার লাল রঙে সেজেছেন। মা বুবলী পরম আদরে কোলে জড়িয়ে রেখেছেন ছেলে বীরকে। অভিনেত্রীর পরনে রয়েছে লাল-কালো রঙের একটি গাউন। আর বীরের পরনে একই রঙের টি-শার্ট ও কালো প্যান্ট।

এরই মধ্যে বুবলীর পোস্টের নিচে ২৫ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। কমেন্ট পড়েছে ১৩শ’র বেশি ও পোস্টটি শেয়ার হয়েছে প্রায় অর্ধশতবার।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘লোকাল’। এতে একজন নেত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটি নির্মাণ করছেন সাইফ চন্দন। বর্তমানে এই ছবির শুটিং নিয়েই ব্যস্ত বুবলী। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877