সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন

ভালোবাসা দিবসে ফুল বিক্রির টাকায় হবে প্রীতির চিকিৎসা

ভালোবাসা দিবসে ফুল বিক্রির টাকায় হবে প্রীতির চিকিৎসা

স্বদেশ ডেস্ক:

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। একইদিনে পহেলা ফাল্গুন উপলক্ষে বসন্তবরণ উৎসবও অনুষ্ঠিত হবে। লিভার সিরোসিসে আক্রান্ত প্রীতির চিকিৎসায় অর্থ সহায়তার জন্য এদিন ফুল বিক্রির উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের সামনে ফুলের স্টল দিতে দেখা যায় বিভাগটির শিক্ষার্থীদের।

অসুস্থ প্রীতির পুরো নাম খাদিজা জাকির প্রীতি। বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার নাগরপুর গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী। তার বাবার নাম মো. জাকির হোসেন এবং মা ফরিদা আক্তার। দুই বোনের মধ্যে প্রীতিই বড়।

কয়েকমাস আগে জানা যায় প্রীতি লিভার সিরোসিসে আক্রান্ত। লিভার ট্রান্সপ্লান্ট করলে সুস্থ হবেন প্রীতি, এমনই জানিয়েছেন চিকিৎসকরা। এ লিভার ট্রান্সপ্লান্ট জন্য প্রয়োজন প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা। এই পরিমাণ টাকা প্রীতির পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এজন্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা অর্থসংগ্রহের জন্য এই অভিনব কৌশল হাতে নিয়েছেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র আসাদুল্লাহ গালিব বলেন, ‘প্রীতির সুস্থতার জন্য অনেক অর্থের প্রয়োজন। আমরা তার চিকিৎসা সহায়তার জন্য আগেও অর্থ সংগ্রহ করেছি। এখন তার ভারতে চিকিৎসা চলছে। আজকে বিভাগের সব শিক্ষার্থী মিলে এই বসন্ত উৎসবে আমরা ফুলের স্টল দিয়েছি। আমাদের কাছে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, গাদা, জিপসি ফুল আছে। ফুল বিক্রি করে যে টাকা আসবে, সবটাই প্রীতির চিকিৎসা বাবদ ব্যয় করা হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877