মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উড়লো ফিলিস্তিনি পতাকা! বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে: ওবায়দুল কাদের বিষয়টি আদালতেই সুরাহার চেষ্টা করব, হাইকোর্টের নির্দেশনা নিয়ে শিক্ষামন্ত্রী গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
ইতালিতে বঙ্গবন্ধুর নামে সড়কের প্রস্তাব

ইতালিতে বঙ্গবন্ধুর নামে সড়কের প্রস্তাব

স্বদেশ ডেস্ক:

শিক্ষা ও শিল্পাঞ্চল হিসেবে বিখ্যাত ইতালির বলোনিয়া শহর। নব্বইয়ের দশক থেকেই শহরটিতে বাংলাদেশিদের বসবাস। বর্তমানে শহরটিতে প্রায় বিশ হাজার বাংলাদেশির বসবাস। ইতালির এই বৃহত্তম শহরটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়ক করার প্রস্তাব করেছে প্রবাসী বাংলাদেশিরা। এরইমধ্যে বঙ্গবন্ধুর নামে সড়কের প্রস্তাবনাটি গ্রহণ করেছে কোয়ারতেয়েরির প্রেসিডেন্ট।

দীর্ঘদিন ধরে বলোনিয়ায় বাস করেন প্রবাসী বাংলাদেশি সাত্তার রাজু (৪৫)। যিনি শহরটির একটি সড়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার জন্য প্রস্তাব করেছেন। তিনিসহ ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা সোচ্চার বঙ্গবন্ধুর নামাঙ্কিত সড়কটি বাস্তবায়নে।

সাত্তার রাজু বলেন, ‘বলোনিয়ায় বঙ্গবন্ধুর নামে সড়কটির আবেদনপত্র কোয়ারতেয়েরির প্রেসিডেন্ট আডরিয়ানা লোকাসোর অফিসে জমা দিয়েছি। বর্তমানে সড়কটির নামকরণের শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষের কিছু মানুষ বিরোধিতা করার কারণে আপাতত থেমে আছে বঙ্গবন্ধুর নামাঙ্কিত সড়কের বাস্তবায়ন।’

তিনি আরও বলেন, ‘সড়কটি বঙ্গবন্ধুর নামকরণ করার জন্য আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এই সড়কটি বঙ্গবন্ধুর নামে হলে  ইতালিতে বসবাসরত নতুন বাংলাদেশি প্রজন্ম ও ইতালির নাগরিকরা বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে পারবেন।’

বলোনিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বলছেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে আমাদের গৌরবজ্জ্বল জাতিতে রূপান্তর করতে সক্ষম হয়েছেন। মানবতার জন্য কাজ করেছেন বঙ্গবন্ধু, সে কারণে সারা বিশ্বেই বঙ্গবন্ধুর ভক্ত আছে।’

উল্লেখ্য, ভারত, তুরস্ক, ফিলিস্তিন, মরিশাস, যুক্তরাষ্ট্র, কম্বোডিয়া, রোমানিয়ায় বঙ্গবন্ধুর নামে সড়ক রয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর নামে একাধিক সড়ক, সরণি, ওয়ে, লেন ও স্ট্রিট করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877