স্বদেশ ডেস্ক:
ভিক্টোরিয়ান্স। সবার আগে ফাইনাল নিশ্চিত করতে মুখিয়ে উভয় দল। কোয়ালিফায়ার পর্বের প্রথম ম্যাচ খেলতে নেমেছে তারা, জয়ী দল সরাসরি পা রাখবে ফাইনালে। বিপরীতে পরাজিত হলে বাড়বে অপেক্ষা।
রোববার মিরপুরে ফ্লাইডলাইটের আলোয় আলো ছড়াবে দুই দলের ক্রিকেটাররা। যেখানে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েসের। এর আগেও এবারের বিপিএলে উভয় দল মুখোমুখি হয় দুইবার, যেখানে সমান একটি করে জয় কুমিল্লা ও সিলেটের।
সিলেটের একাদশে নেই থিসারা পেরেরা, তবে এসেছেন ইসুরু উদানা। আছেন আফগানিস্তানের অখ্যাত শাফিকুল্লাহ গাফারী ও জর্জে লিন্ডে। বিপরীতে কুমিল্লার একাদশে আন্দ্রে রাসেল, সুনিল নারিনের সাথে মইন আলিও যোগ দিয়েছেন একাদশে। আছেন জনসন চার্লসও।
কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস, মোসাদ্দেক সৈকত, মুস্তাফিজুর রহমান, জনসন চার্লস, মুকিদুল ইসলাম, জাকের আলি, তানভীর ইসলাম, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, লিটন দাস, মইন আলি।
সিলেট একাদশ: মাশরাফী বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, জর্জে লিন্ডে, ইসুরু উদানা, তৌহিদ হৃদয়, তানজিম সাকিব, রুবেল হোসেন, শাফিকুল্লাহ গাফারী, রায়ান বার্ল।