স্বদেশ ডেস্ক:
২০২০ সালে ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল’ ছবিতে জুটি হিসেবে দেখা যায় কার্তিক আরিয়ান ও সারা আলী খানকে। গুঞ্জন রটে, এই ছবিতে শুটিংয়ের সময়ই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। অবশ্য কখনোই দুজনে প্রেমের কথা স্বীকার করেননি। এর কিছুদিন পরই জানা যায়, তাদের প্রেম ভেঙে গেছে। তখন অনেকেই বলেছিলেন, কার্তিক-সারার প্রেমের গুজব ছিল ‘লাভ আজকাল’-এর প্রচারণামাত্র। প্রায় তিন বছর পর একসঙ্গে দেখা গেল দুজনকে। দুই তারকার ভক্তরা মনে করছেন, পুরনো প্রেমেই ফিরেছেন কার্তিক-সারা। দুজনকে নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত একটি স্থিরচিত্রকে কেন্দ্র করে। সাদা টি-শার্ট পরা কার্তিক ও সাদা টপস পরা সারা খোজমেজাজে গল্প করছেন, এমন একটি ছবি প্রকাশ্যে আসার পর তা দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। জানা যায়, রাজস্থানের উদয়পুরে ছবিটি সম্প্রতি তোলা হয়েছে। ব্যস, কার্তিক-সারার প্রেমের গুঞ্জন রটতে আর কি চাই! যদিও সারা বা কার্তিক কেউই বিষয়টি পরিষ্কার করেননি।
কার্তিকের নতুন ছবি ‘শেহজাদা’ মুক্তি পাবে আগামী ১৭ ফেব্রুয়ারি। অন্যদিকে সারার সর্বশেষ সিনেমা ‘আতরঙ্গি রে’ মুক্তি পায় ২০২১ সালে। চলতি বছর অভিনেত্রীর চারটি সিনেমা মুক্তি পাওয়ার কথা।