স্বদেশ রিপোর্ট ॥ চট্টগ্রামের মেজবানের সুনাম দেশের গ-ি পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে অনেক আগেই,তাইতো পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় নিয়মিতই এই মেজবান আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করে নিউজারসি বাংলাদেশী কমিউনিটি। সংগঠনটির উদ্যোগে গত ১ সেপ্টেম্বর,রবিবার ১০৩ ডানস মিলস রোড,বরডেনটাউন,নিউজারসি-০৮৫০৫ এ অবস্থিত “ভ্যালি অব সেন্ট্রাল জারসি”তে মেজবান এর আয়োজন করা হয়।ঐদিন সন্ধ্যা আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত মেজবান অনুষ্ঠান চলে।এই মেজবান অনুষ্ঠানে প্রবাসী চট্টগ্রামবাসীসহ বাংলাদেশের অন্যান্য জেলার প্রবাসীরাও সপরিবারে যোগদান করে। আয়োজকদের সূএে জানা গেছে,মেজবান অনুষ্ঠানে নিউজারসি, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া সহ অন্যান্য অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহন করে। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এই মেজবান অনুষ্ঠান প্রবাসে বাংলাদেশি আমেরিকানদের মিলনমেলায় পরিনত হয়। আয়োজক সংগঠনের নেতৃবৃনদ মেজবান অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।