শনিবার, ১৮ মে ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

সিউল ফ্রেন্ডশীপ ফেস্টিভ্যাল-২০১৯ এ বাংলাদেশ স্টলে ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনীতে বিদেশী দর্শনার্থীদের ভীড়

সিউল ফ্রেন্ডশীপ ফেস্টিভ্যাল-২০১৯ এ বাংলাদেশ স্টলে ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনীতে বিদেশী দর্শনার্থীদের ভীড়

স্বদেশ রিপোর্ট ॥ সদ্য সমাপ্ত সিউল ফ্রেন্ডশীপ ফেস্টিভ্যাল-২০১৯ এ বাংলাদেশ দূতাবাসের স্টলে প্রদর্শিত ঐতিহ্যবাহী দেশীয় হস্তশিল্প যেমন পাট ও চামড়াজাত সামগ্রী, চুড়ি, হাতপাখা পিতলজাত পণ্য, মাটির তৈজসপত্র, পুতুল, লাটিম ইত্যাদি দর্শকদের গভীর ভাবে আকৃষ্ট করে। অনেকেই সেই সময় লাটিম খেলায় মেতে উঠতে দেখা যায়। হস্ত শিল্পের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রপ্তানী পণ্যের লিফলেট এবং ব্রোশিওর আগতদের মধ্যে বিতরণ করা হয়।
তাছাড়া, বাংলাদেশের জন্য বরাদ্দকৃত খাবারের স্টলে ঐতিহ্যবাহী চিকেন বিরিয়ানি, সুস্বাদু আলুর চপ ও ফলের কোমল পানীয় দর্শনার্থীদের হৃদয় জয় করে নেয়। এই মেলার বিশেষ আয়োজন ছিল “মিউজিক ক্যাফে”। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় স্থানীয় বাংলাদেশী শিল্পীরা ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করে যা উপস্থিত দর্শকদের কাছে বেশ সমাদৃত হয়।
উল্লেখ্য, সিউল শহরের মেয়র জনাব পার্ক ওন সুন গত ৩১ আগস্ট ২০১৯ তারিখে দু’দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন যেখানে অংশগ্রহণকারী দেশ সমূহের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে কোরিয়ান এবং বিদেশী নাগরিকদের মাঝে জোরালো ভাবে তুলে ধরার ক্ষেত্রে এই ধরণের মেলায় অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এ ধরণের আয়োজন বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877