স্বদেশ ডেস্ক:
সাহিত্য প্রেমী ও বই প্রেমীদের সবচেয়ে বড় আয়োজন একুশে বইমেলা। প্রতিবারের মতো এবারের বইমেলায়ও পাওয়া যাচ্ছে কুয়েত প্রবাসী কবিদের একাধিক কাব্যগ্রন্থ।
দেশে থেকে হাজার মাইল দূরে কর্মব্যস্ত জীবনের মধ্যেও সাহিত্য চর্চায় সময় দেন কিছু প্রবাসী। তারই প্রতিফলন হিসেবে এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে কুয়েত প্রবাসী কবিদের লেখা কাব্যগ্রন্থ নাসরিন আক্তার মৌসুমীর সম্পাদনায় বিশ্বের অন্যান্য দেশে ১৯ জন কবিদের লেখা যৌথ কাব্যগ্রন্থ কোভিড ১৯, সৈয়দ মুহাম্মদ মোজাহেদের সম্পাদনায় ৭ জন কবি যৌথ কাব্যগ্রন্থ মরুর মরিয়ম, রাশেদ চৌধুরীর উদিত সূর্য, মোহাম্মদ মনিরুল হকের সম্পাদনায় অন্তর্নিহিত কথা।
প্রবাসে থেকে বাংলাদেশের শিল্প সাহিত্য তুলে ধরার অনন্য প্রচেষ্টা। বহির্বিশ্বের দোরগোড়ায় বাংলা সাহিত্য পৌঁছে যাক এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এই কুয়েত প্রবাসী কবিরা।