স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নৌকায় আগুন লেগে ২৫ জন নিহত হয়েছেন। দেশটির কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
খবরে প্রকাশ, এ ঘটনায় এখনো নয়জন নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধার হয়েছেন পাঁচজন ক্রু।
সোমবার সকালে এ আগুনের সূত্রপাত। লস অ্যাঞ্জেলেস থেকে ১৪৫ কিলোমিটার পশ্চিমে এবং সান্তা ক্রুজ আইসল্যান্ড থেকে কয়েক মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
‘কনসেপশন’ নামে ৭৫ ফুট লম্বা বাণিজ্যিক এই নৌকাটি নোঙর করা ছিল। একপর্যায়ে স্থানীয় সময় সোমবার ভোররাত সোয়া ৩টার দিকে নৌকাটিতে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে দেশটির শেরিফ বিল ব্রাউন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় নৌকাটিতে ৩৯ জন লোক ছিলেন।