বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

ঝিনাইদহে বিএসএফের গুলিতে যুবক নিহত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

স্বদেশ ডেস্ক:

ঝিনাইদহের মহেশপুরে বিএসএফের গুলিতে আরিফুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে বিএনএফের গুলিতে তিনি নিহত হন।

আরিফুল মহেশপুর উপজেলার শ্যামকুড়া পশ্চিমপাড়ার আফেজ উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল হক।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার রাতে আরিফুল শ্যামকুড়া-পাকুড়া সীমান্ত দিয়ে গরু আনতে ভারত যান। পরে রাতের যেকোনো সময় তিনি পাখিউড়া বিএসএফ ক্যাম্পের গুলিতে নিহত হন।

তিনি আরো বলেন, আরিফুলের লাশ ভারতের পাখিউড়া সীমান্তে রয়েছে। বিজিবি তার লাশ উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পারভেজের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ