বুধবার, ২৮ মে ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

জামিনে মুক্ত ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

স্বদেশ ডেস্ক:

রাজধানীর নয়াপল্টনের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পান তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারি এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরীসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। গত ৭ ডিসেম্বর পুলিশ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ছিলেন খন্দকার আবু আশফাক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ