শনিবার, ২৪ মে ২০২৫, ১১:০০ অপরাহ্ন

ছেলের বন্ধুর হাতে খুন সাবেক ইউপি সদস্য

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

স্বদেশ ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নারগিছ আরা বেগমকে হত্যার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

নারগিছ প্রয়াত আব্দুল কাদেরের স্ত্রী ও রায়নগর ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সাবেক নারী সদস্য ছিলেন। গ্রেপ্তার হয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মো. মিলন মিয়ার ছেলে মো. মুন্না মিয়া (২২) এবং পশ্চিম পাড়া এলাকার মো. খালেদ হাসান (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, গত রোববার সন্ধ্যায় উপজেলার রায়নগর মধ্যপাড়া গ্রামে শয়নকক্ষ থেকে সাবেক ইউপি সদস্য নারগিছের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তদন্ত শুরু করে পুলিশ। এরপর দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে মুন্না নারগিছকে ধারালো ছুরি দিয়ে গলায়, পিঠে ও মাথায় কুপিয়ে জখম করে পালিয়ে যান। ওই সময় বাড়ির সামনে পাহারায় ছিলেন খালেদ। তাদের দেখানো তথ্যানুযায়ী নিহতের বাড়ির পাশের পুকুর পাড়ের ঝোপ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার হয়। গ্রেপ্তাররা নিহত নারগিছের ছেলের বন্ধু। তারা একসঙ্গে মাদক সেবন করতেন। এর মাঝে নারগিছের ছেলে আজিজুল বর্তমানে বগুড়া শহরের একটি নিরাময়কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

পুলিশের ধারণা, নিহতের ছেলে আজিজুলের সঙ্গে মাদক বা অন্য কোনো দ্বন্দ্ব নিয়ে নারগিছকে হত্যা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ