শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

বিশ্ব একটি বৃহত্তর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে : জাতিসঙ্ঘ মহাসচিব

বিশ্ব একটি বৃহত্তর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে : জাতিসঙ্ঘ মহাসচিব

স্বদেশ ডেস্ক:

রাশিয়া ও ইউক্রেনের সংঘাত আরো বেড়ে গেলে তা গোটা বিশ্বকে একটি ‘বৃহত্তর যুদ্ধের’ দিকে নিয়ে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি গতকাল (সোমবার) জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের এক অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ওই সতর্কবাণী উচ্চারণ করেন।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার প্রায় এক বছরের মাথায় এ ভাষণ দিলেন গুতেরেস।

তিনি বলেন, আমাদের জীবনের অন্য যেকোনো সময়ের তুলনায় আমরা অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে ২০২৩ সাল শুরু করছি। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা স্তিমিত হয়ে আসছে। বিশ্ব একটি বৃহত্তর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি দখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তবে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে- সে কখনো ন্যাটো জোটে যোগ দেবে না। তবে ইউক্রেনকে এখন পর্যন্ত সেরকম কোনো অঙ্গীকার করতে শোনা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877