স্বদেশ ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ধারাবাহিক বিমান হামলায় শতাধিক লোক নিহত হয়েছে। আন্তর্জাতিক সেবা সংস্থা রেড ক্রস এ কথা জানিয়েছে। গত রবিবার ধামার শহরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, সারারাত অন্তত ছয় দফা বিমান হামলা হয়েছে। খবর বিবিসি।
এদিকে ইয়েমেন সরকারকে সহায়তাকারী সৌদি জোট জানিয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানের মদদপুষ্ট বিরোধী হুতি বিদ্রোহীরা জানিয়েছে, সৌদি জোট একটি জেলখানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
রবিবার হামলায় ধ্বংস হয়ে যাওয়া কারাগার ও ধামারের হাসপাতাল পরিদর্শন করে এসে ইয়েমেন রেড ক্রসের প্রধান ফ্রাঞ্জ রাউচেনস্টেইন জানিয়েছেন, ‘শতাধিক
ব্যক্তি নিহত হয়েছেন বলে অনুমান করছি।’ কারাগারটির ধ্বংসস্তূপ থেকে অন্তত ৬০ মৃতদেহ বের করে আনা হয়েছে বলে হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল। ওই কারাগারটিতে ১৭০ জন বন্দি ছিলেন বলে জানা গেছে।
ইয়েমেনে ২০১৫ সাল থেকে যুদ্ধ চলছে। শিয়া সম্প্রদায়ের হুতি বিদ্রোহীদের চাপে সুন্নি প্রেসিডেন্ট আবদরাব্বু মানসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান। সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব রাষ্ট্র প্রেসিডেন্ট হাদির সমর্থনে ইয়েমেনে বিমান হামলা শুরু করে। অন্যদিকে ইরান হুতিদের নানাভাবে সহায়তা করে আসছে।